মুন্সিগঞ্জের শ্রীনগরে আট বছরের শিশুকে ডোবায় ফেলে হত্যার অভিযোগে শহিদুল চকিদার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের পূর্ব বাঘড়া গ্রাম থেকে মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর-লৌহজং সার্কেল) মো. আসাদুজ্জামান।
মৃত শিশুর নাম কাজী হোসাইন। সে পূর্ব বাঘড়া গ্রামের কাজী রেজাউল করিম খোকনের ছেলে।
রেজাউল নিউজবাংলাকে জানান, সোমবার দুপুরে প্রতিবেশী শহিদুলের ছেলেদের সঙ্গে ডোবায় মাছ ধরতে যায় তার ছেলে হোসাইন। তাদের মধ্যে খেলার সময় মারামারি লাগে। সে সময় শহিদুল ক্ষিপ্ত হয়ে হোসাইনকে ডোবায় ছুড়ে মারেন।
রেজাউল বলেন, সন্ধ্যা হয়ে গেলেও ছেলে ফিরে না আসায় তাকে সব জায়গায় খোঁজা হয়। পরে ওই ডোবায় গিয়ে পাওয়া যায় মরদেহ। খবর পেয়ে পুলিশ মরদেহ শ্রীনগর থানায় নিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, এ ঘটনার পর হোসাইনের মা সোমবার রাতে থানায় গিয়ে শহিদুলের নামে হত্যা মামলা করেন। তাতে অভিযোগ করা হয়, পূর্ব বিরোধের জেরে তার ছেলেকে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।