বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টেন্ডার ছাড়াই পৌর পার্কের গাছ কাটছেন ‘কাউন্সিলর’

  •    
  • ১৩ জুলাই, ২০২১ ০১:৩৬

স্থানীয় রবিউল হোসেন জানান, গত ৫-৬ দিন ধরে পৌর পার্কের দুটি-তিনটি করে গাছ কেটে নিয়ে যাচ্ছেন মিজানুরের শ্রমিকরা। সোমবার সকালে গাছ কাটার সময় কাউন্সিলরের কাছে কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘রাস্তায় লাইনের জন্য থাম্বার প্রয়োজন, তাই কয়েকটি গাছ কাটছি।’

নওগাঁর পত্নীতলার নজিপুর পৌর পার্কের ২২টি আকাশমনি গাছ টেন্ডার ছাড়াই কেটে নেয়ার অভিযোগ উঠেছে এক কাউন্সিলের বিরুদ্ধে। অভিযোগ ওঠা মিজানুর রহমান মিতু পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

স্থানীয়রা জানান, গত ৫-৬ দিন ধরে পৌর পার্কের গাছ কাটছেন কাউন্সিলরের শ্রমিকরা। তারা প্রতিবাদ করলে মিজানুর জানিয়েছেন, রাস্তায় বিদ্যুতের লাইনের জন্য খাম্বার প্রয়োজন, এ কারণে গাছগুলো কাটা হচ্ছে।

সোমবার বিকেল ৫টার দিকে পৌর পার্কে গিয়ে দেখা যায়, ২২টি আকাশমনি গাছ কাটা হয়েছে। সাংবাদিক দেখে ওই সময় তিন শ্রমিক ছয়টি কাটা গাছ রেখে চলে যান। কাউন্সিলর মিজানুরকে সেখানে দেখা যায়নি।

স্থানীয় রবিউল হোসেন জানান, গত ৫-৬ দিন ধরে পৌর পার্কের দুটি-তিনটি করে গাছ কেটে নিয়ে যাচ্ছেন মিজানুরের শ্রমিকরা। সোমবার সকালে গাছ কাটার সময় কাউন্সিলরের কাছে কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘রাস্তায় লাইনের জন্য থাম্বার প্রয়োজন, তাই কয়েকটি গাছ কাটছি।’

আরেক বাসিন্দা সাব্বির হোসেন বলেন, ‘টেন্ডার ছাড়া গাছ কীভাবে কাটতে পারেন। আর গাছগুলো তো পৌর পার্কের। এতগুলো গাছ কেন কাটল বুঝলাম না। আমাদের এলাকার কয়েকজন প্রতিবাদ জানালেও তিনি গাছ কাটা বন্ধ করেননি।’

এ বিষয়ে জানতে কাউন্সিলর মিজানুরের মোবাইল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

নজিপুর পৌর মেয়র রেজাউল কবীর চৌধুরী বলেন, ‘কাউন্সিলর মিজানুরের পৌর পার্কের গাছ কাটার বিষয়টি আমার জানা নেই। সরকারি জমিতে পৌরসভার উদ্যোগে গাছগুলো লাগানো হয়েছে, এই গাছ সরকারের অনুমতি বা টেন্ডার ছাড়া কাটার কোনো অধিকার নেই। বিষয়টি আমি অবশ্যই গুরুত্ব দিয়ে খতিয়ে দেখব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন সরকার জানান, নজিপুর পৌর পার্কের গাছ কাটা হয়েছে, জানার সঙ্গে সঙ্গে তিনি খোঁজ নেয়ার জন্য লোক পাঠিয়েছেন। গাছগুলো সরকারি জায়গায় থাকলে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে।

এ বিভাগের আরো খবর