বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিশু হত্যা ও নারী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১

  •    
  • ১৩ জুলাই, ২০২১ ০১:১২

মামলার তদন্তকারী কর্মকর্তা মো: আনিছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সোমবার দুপুরে সদর উপজেলার শ্যামপুরে অভিযান চালিয়ে লাল মিয়াকে গ্রেপ্তার করে। বিকেলে তাকে আদালতে তোলা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।

ভোলা সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের ডাকাতির সময় ৩ মাসের শিশুকে হত্যা ও গৃহবধূকে ধর্ষণের মূল পরিকল্পনাকারী মো: লাল মিয়া লালুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো: আনিছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সোমবার দুপুরে সদর উপজেলার শ্যামপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিকেলে লাল মিয়াকে আদালতে তোলা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।

গ্রেপ্তার লালমিয়া সদর উপজেলার শ্যামপুর গ্রামের বাসিন্দা।

ভোলা সদর মডেল থানা সূত্রে জানা গেছে, পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে মনজুর আলমের বাসায় গত ৭ই জুলাই ডাকাতি হয়।

এ সময় ডাকাত দল মনজুর আলমের ৩ মাসের শিশু কন্যাকে ডোবায় ফেলে হত্যা করে। ধর্ষণ করে তার স্ত্রীকে।

এ ঘটনায় মামলা হলে, তদন্ত কর্মকর্তা মো: আনিছুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ডাকাতির মূল পরিকল্পনাকারী মো: লাল মিয়া লালুকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, ‘পশ্চিম ইলিশার ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী লাল মিয়া গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এ বিভাগের আরো খবর