চাঁদপুরের ফরিদগঞ্জে পিকআপভ্যানের চাপায় চার বছরের এক শিশু নিহত হয়েছে।
ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা ইউনিয়নের সকদিরামপুর এলাকায় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত সানজিদা আক্তারের বাড়ি সকদিরামপুর গ্রামে।
স্থানীয় লোকজন জানান, সানজিদা কয়েকটি শিশুর সঙ্গে বাড়ির সামনে খেলছিল। খেলতে খেলতে দৌড়ে রাস্তায় গেলে গাজীপুর থেকে আসা একটি পিকআপভ্যানের নিচে সে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই সানজিদার মৃত্যু হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ হোসেন নিউজবাংলাকে জানান, পুলিশ মরদেহ প্রথমে থানায় আনে। তবে পরিবারের আবেদনের কারণে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ওসি আরও জানান, পুলিশ পিকআপভ্যানটি জব্দ করে থানায় নিয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।