বগুড়ায় ডাকাতি করে আনা ২১টি গরুসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গাবতলী উপজেলার উনচুরখী এলাকা থেকে রোববার রাত দুইটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার বিকেলে বিষয়টি জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলমগীর হোসেন নামে চট্টগ্রামের এক গরু ব্যবসায়ী উত্তরবঙ্গের বিভিন্ন হাট থেকে ১৬ লাখ টাকায় ২১টি গরু কিনে রোববার রাতে নীলফামারী থেকে রওনা দেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা এলাকায় পৌঁছালে ১২ জনের একটি দল তাকে মারপিট করে ফেলে দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায়।
রাত দুইটার দিকে বগুড়ার গাবতলী উপজেলার উনচুরখী এলাকায় ওই ট্রাক থেকে গরু নামিয়ে আরেকটি ট্রাকে তোলার সময় পুলিশের সন্দেহ হয়। পুলিশ ট্রাকের কাছে গেলে দুজন বাদে বাকিরা পালিয়ে যান।
ওসি জানান, ওই দুজনকে আটক করে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে। ট্রাক ও গরুগুলো পুলিশের হেফাজতে আছে। আদালতের নির্দেশ পেলে এগুলো মালিককে ফেরত দেয়া হবে।
বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।