নাটোরের গুরুদাসপুরে ককটেল-সদৃশ ৪টি বস্তুর সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
গুরুদাসপুর পৌর শহরের উত্তর নারীবাড়ী এলাকায় সোমবার দুপুর ১২টার দিকে বস্তুগুলোর সন্ধান মেলে।
নাটোর থেকে র্যাব ও পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করলেও, বিকেল ৫টা পর্যন্ত বস্তুগুলো সম্পর্কে তথ্য দিতে পারেনি তারা।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, লকডাউনে বাজারের দোকানপাট বন্ধ। এ কারণে মানুষের উপস্থিতি কম। দুপুরে বাজারের নজরুল ইসলামের কীটনাশকের দোকানের সামনে লাল টেপ মোড়ানো ককটেল-সদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
পুলিশ এলে সেখানে একটি পলিথিন ব্যাগের ভেতর আরও তিনটি একই ধরনের বস্তু পায়।
বস্তুগুলো ককটেল কি না তা পরীক্ষা ও ধ্বংস করার জন্য ঢাকা থেকে বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে বলেও জানান পুলিশ সুপার।