চাঁদপুরে জেলি মেশানো বিপুল চিংড়ি জব্দ করেছে কোস্ট গার্ড।
সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকায় সোমবার ভোরে অভিযান চালায় কোস্টগার্ড। সেখানে নদীর পাড়ে পরিত্যক্ত অবস্থায় ৬৭টি ককশিটভর্তি ৩৫ মণ চিংড়ি মাছ জব্দ করা হয়।
চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সাদিক হোসেন বলেন, ‘চিংড়িগুলো খুলনা থেকে চাঁদপুর হয়ে চট্টগ্রাম পাচার করা হচ্ছিল। আমরা খবর পেয়ে হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালাই। এ সময় নদীর পাড়ে পরিত্যক্ত অবস্থায় চিংড়ি মাছগুলো জব্দ করা হয়। জব্দ চিংড়ির মূল্য প্রায় ১৪ লাখ টাকা।’
তিনি বলেন, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চিংড়ি চালানের সঙ্গে জড়িতরা পালিয়ে যান। তাদের ধরতে অভিযান চলছে। জব্দ চিংড়িগুলো মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে সোমবার দুপুরে মাটিতে পুঁতে ফেলা হয়।
চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য বলেন, বেশি মুনাফার লোভে অসাধু চক্র চিংড়ি মাছে বিষাক্ত জেলি মেশায়। এসব চিংড়ি মানব দেহের জন্য ক্ষতিকর। মৎস্য বিভাগ এসব চক্রকে আইনের আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছে।