প্রিয় দল আর্জেন্টিনার কোপা আমেরিকা শিরোপা জয়ের আনন্দ উদযাপনে নিজেরাই ফুটবল খেলায় মেতেছিল একদল কিশোর।
খেলা শেষে বিলের পানিতে গোসল করতে নেমে সাঁতার না জানায় তলিয়ে যায় মো. সিয়াম নামের এক কিশোর। পরে ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করেছে।
গাজীপুরের পূবাইলে ইছালি ব্রিজের নিচে বিলে থেকে রোববার দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
১৫ বছর বয়সী মৃত সিয়ামের বাড়ি টঙ্গীর নোয়াগাঁও রেলস্টেশন এলাকায়। সে টঙ্গীর দারুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।
সিয়ামের বন্ধু মাহফুজ জানায়, আর্জেন্টিনার জয়ের পর সকালে তারা বন্ধুরা মিলে নোয়াগাঁও এম এ মজিদ মিয়া স্কুল মাঠে ফুটবল খেলে। এরপর যায় বিলের পানিতে গোসল করতে। বন্ধুদের মধ্যে সিয়াম ও আনন্দ সাঁতার জানতো না।
পানিতে লাফালাফি করতে করতে একসময় তারা দুজনই ডুবে যায়। বন্ধুরা আনন্দকে টেনে তুলতে পারলেও সিয়াম তলিয়ে যায়।
অনেক খোঁজাখুঁজির পরও সিয়ামকে না পেয়ে স্থানীয়দের মাধ্যমে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার মো. জলিল নিউজবাংলাকে জানান, এক ঘণ্টার চেষ্টায় তারা সিয়ামের মরদেহ উদ্ধার করেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।