বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিজ ঘরে দম্পতির ঝুলন্ত মরদেহ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১১ জুলাই, ২০২১ ২১:৪১

রোববার দুপুরে খাওয়াদাওয়া শেষে মানিক মোল্লা ও তার স্ত্রী লাইলী আক্তার নিজেদের ঘরে যান। এরপর অনেকক্ষণ তাদের কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন ডাকাডাকি করেন। একপর্যায়ে ঘরের দরজা ভেঙে তাদের ঝুলন্ত মরদেহ দেখেন।

পাবনায় বাড়ি থেকে করোনাকালে চাকরি চলে যাওয়া পোশাকশ্রমিক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ফরিদপুর উপজেলার বিলচন্দক গ্রাম থেকে রোববার বিকেল পাঁচটার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন উপজেলার পুঙ্গলী ইউনিয়নের বিলচন্দক গ্রামের মানিক মোল্লা ও তার স্ত্রী লাইলী আক্তার।

সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন নিউজবাংলাকে জানান, ছয় মাস আগে চাঁদপুরের লাইলীর সঙ্গে বিলচন্দক গ্রামের মানিক মোল্লার বিয়ে হয়। তারা দুজনই পোশাকশ্রমিক ছিলেন। তবে কয়েক মাস আগে চাকরি চলে যাওয়ায় বাড়িতেই ছিলেন।

রোববার দুপুরে খাওয়াদাওয়া শেষে তারা নিজেদের ঘরে যান। এরপর অনেকক্ষণ তাদের কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন ডাকাডাকি করেন। একপর্যায়ে ঘরের দরজা ভেঙে তাদের ঝুলন্ত মরদেহ দেখেন।

সজীব শাহরীন জানান, কিছুদিন যাবৎ পরিবারের অভাব-অনটন নিয়ে প্রায়ই মানিকের সঙ্গে পরিবারের সদস্যদের কলহ হতো। রোববারও এ নিয়ে কথা-কাটাকাটি হয়েছে।

পুলিশের ধারণা, পারিবারিক কলহের কারণে তারা আত্মহত্যা করেছেন। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের আরো খবর