চট্টগ্রামের মিরসরাই থেকে স্থানীয়দের মাধ্যমে আটক ১৮ রোহিঙ্গাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তারা ভাসানচর থেকে পালিয়ে এসেছে।
মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ইছাখালী বঙ্গবন্ধু অর্থনৈতিক এলাকা থেকে রোববার বেলা ১১টার দিকে স্থানীয়রা তাদের আটক করেন।
ওই ১৮ জনের মধ্যে নারী সাতজন, পুরুষ চারজন ও শিশু সাতটি।
জোরারগঞ্জ থানার পরিদর্শক হেলাল উদ্দিন ফারুকী নিউজবাংলাকে বলেন, ‘স্থানীয়রা ওই রোহিঙ্গাদের আটক করে আমাদের খবর দেন। আমরা তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি, তারা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য ভাসানচর থেকে পালিয়ে এসেছে।’
ফারুকী আরও জানান, তাদের নামে একটি নিয়মিত মামলা করে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার পর তাদের জেলা মুখ্য বিচারিক হাকিম আদালতে তোলা হয়।
এর আগে গত ২২ জুনও একই এলাকা থেকে ১৪ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছিল জোরারগঞ্জ থানার পুলিশ।