নওগাঁ শহরে নিজ ঘর থেকে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শহরের চরমুক্তার এলাকা থেকে সোমবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
রবিন হোসেন নামের ওই যুবক নওগাঁর মহাদেবপুর উপজেলার আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কর্মকর্তা ছিলেন। তার বাড়ি সদর উপজেলার কুশাডাঙ্গা গ্রামে।
রবিনের মা রওশন আরা বেগম জানান, সকালে খাবার খেয়ে অফিসে না গিয়ে রবিন আবার নিজের ঘরে চলে যান। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া দেন না। জানালা দিয়ে দেখেন সিলিং ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলছে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল নিউজবাংলাকে জানান, রবিন তার চাকরিসূত্রে শহরে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে।
তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি।