খুলনা মহানগরে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ৬৭টি কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের উপকমিশনার (সদর দপ্তর)।
জেলা আইনশৃঙ্খলা কমিটির অনলাইন সভায় রোববার দুপুরে এ কথা জানান এহসান শাহ।
জনপ্রতিনিধি ও ঈমামদের নিয়ে কমিটি করা হয়েছে। কমিটিগুলো প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যবিধি পালন ও করোনা রোগীদের কোয়ারেন্টিন নিশ্চিত করবে।
সভায় জেলা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, কোরবানির পশুর হাট থেকে যেন করোনাভাইরাসের সংক্রমণ না ঘটে সেদিকে নজর দেয়া প্রয়োজন। করোনা বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে ঈমামদের পাশাপাশি মসজিদ কমিটিকে সংযুক্ত করা যেতে পারে।
পুলিশ সুপার (এসপি) মাহবুব হাসান বন্ধ থাকা মার্কেটগুলোতে পুলিশি টহলের পাশাপাশি নিজস্ব পাহারাদারের সংখ্যা বাড়ানোর কথা জানান।
তিনি বলেন, ‘কোভিডের প্রথম ঢেউ আমরা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছি। চলমান পরিস্থিতিও আমরা নিয়ন্ত্রণ করতে পারব।’
জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার বলেন, ‘করোনাকালে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের মানবিক সহায়তা চলমান। কোভিড পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যেন মাদকের বিস্তার ঘটাতে না পারে সে দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বৃদ্ধি করতে হবে।
‘নারী নির্যাতনের মতো গুরুতর অপরাধ সালিশের মাধ্যমে আপসযোগ্য নয়। মহিলা বিষয়ক কর্মকর্তাকে গ্রামীণ এলাকায় এ বিষয়ে প্রচার চালাতে হবে।’