কুমিল্লায় একটি পেট্রলপাম্পে আগুন লেগে পাঁচটি বাস পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিমসার পরিহলপাড়ায় রোববার বিকেল সাড়ে ৪টার দিকে আগুন লাগে।
পেট্রলপাম্পের ম্যানেজার শাহ আলম জানান, পাম্পের পাশে এশিয়া পরিবহনের পাঁচটি বাস দাঁড়িয়ে ছিল। হঠাৎ বিকট শব্দে একটি বাসে আগুন লেগে যায়। পাশের বাসগুলোতেও তা ছড়িয়ে পড়ে।
চান্দিনা ফায়ার সার্ভিসের টিম লিডার হানজালা সিদ্দিকী নিউজবাংলাকে বলেন, ‘ঘটনা জানার ২০ মিনিটের মধ্যে সদরের দুইটি ও আমাদের দুইটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। মোটামুটি এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। তবে এর আগেই পাঁচটি বাস পুড়ে গেছে।’
ফায়ার সার্ভিসের ধারণা, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।