বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বনের জমি উদ্ধার করলেন এমপি

  •    
  • ১১ জুলাই, ২০২১ ১৫:১৯

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক জানান, বন বিভাগের জায়গা অনেক বছর ধরে দখলে রেখেছিল স্থানীয়রা। রাষ্ট্রের সম্পদ যেখানে যে অবস্থায় আছে, পর্যায়ক্রমে সেগুলো উদ্ধার করা হবে। ভূমিদস্যুদের কেউ ছাড় পাবেন না।

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চরকাই রেঞ্জের আট একর জমি উদ্ধার করেছে বন বিভাগ। ২৫ বছর ভূমিদস্যুদের দখলে থাকা জমি উদ্ধারের পর সেখানে রোপণ করা হয়েছে বিভিন্ন ধরনের ৮ হাজার গাছের চারা।

নবাবগঞ্জ উপজেলার ডাংসেরঘাট এলাকায় শুক্র ও গত শনিবার জমি উদ্ধার কার্যক্রম পরিচালনা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘ ২৫ বছর ধরে ডাংসেরঘাট এলাকার স্থানীয় ভূমিদস্যুরা ৮ একর (২৪ বিঘা) বনের জমি দখল করেছিল। তারা জমিগুলোতে বসতবাড়ি, গাছ রোপণ ও চাষাবাদ করে আসছিল।

ভূমিদস্যুদের একাধিকবার জমি ছেড়ে দেয়ার জন্য বলা হলেও তারা এতে সাড়া দেয়নি। অবশেষে স্থানীয় এমপি শিবলী সাদিক ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ভূমিদস্যুদের কাছ থেকে জমি উদ্ধার করে বন বিভাগ।

নবাবগঞ্জ উপজেলার চরকাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাসুম আলম বলেন, ‘ভূমিদস্যুরা দীর্ঘ ২৫ বছর ধরে বনের জমি দখল করেছিল। স্থানীয় এমপি শিবলী সাদিক ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় জমিগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছি। এ ছাড়া এই উপজেলায় আরও বনের জমি বেদখল হয়ে আছে। সেগুলো উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে।’

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক জানান, বন বিভাগের জায়গা অনেক বছর ধরে দখলে রেখেছিল স্থানীয়রা। রাষ্ট্রের সম্পদ যেখানে যে অবস্থায় আছে, পর্যায়ক্রমে সেগুলো উদ্ধার করা হবে। ভূমিদস্যুদের কেউ ছাড় পাবেন না।

এ বিভাগের আরো খবর