কুষ্টিয়ার কুমারখালীতে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।
কয়া ইউনিয়নের মালিথাপাড়া আবাসনে শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম তৌকির হোসেন। তিনি মোবাইল ফোনের মেকানিক হিসেবে কাজ করতেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তৌকিরের চাচাতো ভাই শরিফুল ইসলাম নিউজবাংলাকে জানান, কয়েকদিন আগে উত্তর কয়া আবাসনের বিপ্লব ওরফে বিল্লু নামের এক ব্যক্তি তৌকিরের কাছে তার মোবাইল ফোনটি মেরামত করতে দেন। সেটি ফেরত চাইতে গেলে তৌকির বিল্লুকে জানান, মেরামত শেষে ফোন ফেরত দেয়া হয়েছে তাকে। তবে বিল্লু দাবি, তিনি ফোন পাননি। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল।
শরিফুলের অভিযোগ, শনিবার এশার নামাজের পর বিল্লু ও তার বোন যুথি খাতুন তৌকিরের বাড়িতে গিয়ে মোবাইল ফেরত চাইলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে বিল্লু তৌকিরকে বঁটি দিয়ে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয় লোকজন কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘মোবাইল ফেরত দেয়াকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে মনে হচ্ছে। বিল্লুসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’