গাইবান্ধার সাদুল্লাপুরে গৃহবধূকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
এ ঘটনায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে সাদুল্লাপুর থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা আজগর আলী।
ওই গৃহবধূর নাম রাশেদা বেগম। তার বাড়ি উপজেলার মধ্য ভাঙ্গামোড়ে। তার বাবার বাড়ি ও শ্বশুরবাড়ি একই এলাকায়।
মামলায় বলা হয়, প্রায় ২৫ বছর আগে সাইফুল ইসলাম প্রামাণিকের সঙ্গে বিয়ে হয় রাশেদার। তাদের একটি মেয়ে সন্তানও রয়েছে। কিছুদিন ধরে সাইফুল পারিবারিক বিষয় নিয়ে রাশেদাকে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিলেন।
শনিবার সকাল ১০টার দিকে সাইফুল তাকে পারিবারিক বিষয় নিয়ে মারপিট করে। এক পর্যায়ে তার মাথার বাম পাশে আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
হত্যার এ ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালানোর জন্য সাইফুল মরদেহ গোয়াল ঘরের আঁড়ার সঙ্গে রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখে। পরে সাইফুলসহ তার পরিবারের লোকজন পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোস্তাফিজ দেওয়ান জানান, দুপুরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনাটি তদন্তসহ আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।