বগুড়ার শাজাহানপুরে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে এক তরুণের মৃত্যু হয়েছে।
উপজেলার আড়িয়া ইউনিয়নের জামালপুর গ্রামে করতোয়া নদীতে ডুবে ওই তরুণ মারা যান।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আজিজুল হক।
মৃত ১৮ বছর বয়সী শাকিল আহম্মেদ জামালপুর গ্রামের আবু বক্করের ছেলে।
ইউপি সদস্য আজিজুল জানান, করতোয়া নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরছিলেন শাকিল। একপর্যায়ে তিনি নদীতে গোসল করতে নামেন। ওই সময় নদীতে কয়েকবার ডুব দিয়ে স্রোতে তলিয়ে যান তিনি। পরে নদীপাড়ের লোকজন শাকিলের স্বজনদের খবর দেন। স্বজন ও স্থানীয়রা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, শাকিলের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়ছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।