বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বঙ্গোপসাগরে বলগেটের ধাক্কায় জাহাজডুবি

  •    
  • ১০ জুলাই, ২০২১ ২০:২৮

‘বিআইডব্লিউটিএকে বার বার জানিয়েছি ডুবে যাওয়া বলগেটের স্থানে বয়া দিয়ে মার্কিং করার জন্য। যদি তা করা হতো তাহলে ফুলতলা ডুবত না। কিন্তু বিআইডব্লিউটিএ সেটি করেনি।’

বঙ্গোপসাগরের হাতিয়া নতুন চ্যানেলের কাছে ডুবে গেছে লাইটার জাহাজ এমভি ফুলতলা-১।

একটি বলগেটের সঙ্গে ধাক্কা লেগে শনিবার সকাল ৮টার দিকে জাহাজটি ডুবে যায়।

তবে ফুলতলা-১ জাহাজের ১২ নাবিক এমভি আল মুত্তাকিন নামে আরেকটি লাইটারেজ জাহাজে উঠতে সক্ষম হয়েছেন। জাহাজটি সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় যাচ্ছিল।

বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি নবী আলম বলেন, ‘বলগেটটি গত ৩ জুলাই ডুবে গিয়েছিল। কিন্তু সেখানে কোনো সংকেত ছিল না। সকালে এমভি ফুলতলা-১ নামে জাহাজটি সেদিক যাচ্ছিল। তখন ডুবে থাকা বলগেটের ধাক্কায় জাহাজের তলা ফেটে যায়। তখন নাবিকরা পাশের একটি জাহাজে উঠে প্রাণ বাঁচায়।’

তিনি আরও বলেন, ‘বিআইডব্লিউটিএকে বার বার জানিয়েছি ডুবে যাওয়া বলগেটের স্থানে বয়া দিয়ে মার্কিং করার জন্য। যদি তা করা হতো তাহলে ফুলতলা ডুবত না। কিন্তু বিআইডব্লিউটিএ সেটি করেনি।’

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন অফিসের সচিব এমএ রনি জানান, ডুবে যাওয়া জাহাজের মালিক, এজেন্ট ও পণ্যের মালিকের নাম এখনো জানা যায়নি। নাবিকরা তীরে আসলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

এই ব্যাপারে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চট্টগ্রামের উপপরিচালক মো. সেলিমকে একাধিকবার ফোন করা হলেও, তিনি রিসিভ করেননি।

এ বিভাগের আরো খবর