বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউএনওর দোষ নেই: ডিসি, পিটুনি তার নির্দেশেই: পুলিশ

  •    
  • ১০ জুলাই, ২০২১ ২০:২৬

ইদানীং দেখা যাচ্ছে, সরকারি চাকুরেদের মধ্যে ‘স্যার’ শব্দ শোনার বাসনা পেয়ে বসেছে। বহু ঘটনা ঘটেছে, যেখানে ‘স্যার’ না বলার কারণে মানুষকে অপমানিত হতে হয়েছে, নির্যাতনের শিকার হতে হয়েছে। মানিকগঞ্জের এই ঘটনাটি সামনে আসার পর ‍তুমুল সমালোচনা তৈরি হয়েছে।

মানিকগঞ্জের সিংগাইরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে এক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় এই কর্মকর্তার কোনো দোষ দেখছেন না জেলা প্রশাসক আব্দুল লতিফ।

জেলা প্রশাসনের প্রধান এই কর্মকর্তার দাবি, তিনি ইউএনওর সঙ্গে কথা বলেছেন। কথা বলেছেন স্থানীয়দের সঙ্গেও। তারা জানিয়েছেন, ওই ব্যবসায়ীকে মারধরের নির্দেশ ইউএনও দেননি।

তবে পুলিশের স্থানীয় এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ইউএনও যে মারধরের নির্দেশ দিয়েছেন, সেই রেকর্ড তাদের কাছে আছে।

সেই ব্যবসায়ীকে মারধর করা হয়নি, এটা বলছেন না ইউএনও, ডিসি কেউই। তবে দায় এড়াতে চাইছেন এই বলে যে, এই নির্দেশ ইউএনও দেননি। রফিক নামে এক পুলিশ সদস্য ‘অতি উৎসাহী’ হয়ে এই কাজ করেছেন।

সার্বজনীন মানবাধিকারের ঘোষণা অনুযায়ী কাউকে নির্যাতনমূলক কোনো সাজা দেয়া যাবে না। বাংলাদেশ এই ঘোষণায় অনুস্বাক্ষর করেছে আর কাউকে আঘাত করা বাংলাদেশেও শাস্তিযোগ্য অপরাধ।

তবে এই ঘটনাটি ঘটলেও সেই ‘অতি উৎসাহ’ দেখানো পুলিশ সদস্যের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না ইউএনও নিয়েছেন, না ডিসি নিয়েছেন।

এমনকি ঘটনা চাক্ষুষ করলেও ইউএনও সেই পুলিশ সদস্যকে কিছু বলেননি। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে লিখিত কোনো অভিযোগও করেননি।

বরং তিনি নিউজবাংলাকে বলেছেন, ‘এটা ওই রকমের কোনো ঘটনা না, সে জন্য পুলিশকে কিছু জানানো হয়নি।’

ঘটনাটি নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ নিউজবাংলাকে বলেন, ‘একজন ইউএনওর সামনে কেউ কাউকে এভাবে মারতে পারে না। ওই ব্যক্তির অপরাধ থাকলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন। কিন্তু মারধর করার কোনো সুযোগ নাই।’

তিনি বলেন, ‘আপা বলার কারণে ইউএনওর ইঙ্গিতে যদি মারা হয়, তাহলে ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত। আর পুলিশ সদস্য যদি নিজের ইচ্ছায় মেরে থাকেন, তাহলে পুলিশ প্রশাসনের উচিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।’

ঘটনা যা ঘটেছে

করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া প্রতিরোধে শাটডাউনের মধ্যে সিংগাইরের ধল্লা ইউনিয়নের জাগীর বাজারে দোকান খুলেছিলেন স্বর্ণকার তপন চন্দ্র দাশ। বৃহস্পতিবার বিকেলে সেই বাজারে অভিযান চালান ইউএনও রুনা লায়লা।

গণমাধ্যমে আসে যে, অভিযান চলাকালে ইউএনওকে ‘আপা’ সম্বোধন করেন স্বর্ণকার তপন। আর এরপর তাকে মারধর করে সরকারি কর্মকর্তার সঙ্গে থাকা এক নিরাপত্তাকর্মী।

ইদানীং দেখা যাচ্ছে, সরকারি চাকুরেদের মধ্যে ‘স্যার’ শব্দ শোনার বাসনা পেয়ে বসেছে। বহু ঘটনা ঘটেছে, যেখানে ‘স্যার’ না বলার কারণে মানুষকে অপমানিত হতে হয়েছে, নির্যাতনের শিকার হতে হয়েছে। মানিকগঞ্জের এই ঘটনাটি সামনে আসার পরও ‍তুমুল সমালোচনা তৈরি হয়েছে।

যদিও ইউএনও আপা ডাকা প্রসঙ্গটি অসত্য বলে দাবি করেছেন। আর পিটুনির ক্ষেত্রে বলেছেন, তিনি তখন সেখানে ছিলেন না।

ইউএনও তার অভিযানের ছবি নিয়মিতভাবে ফেসবুকে পোস্ট করলেও শুক্রবারেরটি করেননি

ইউএনওর দোষ পাননি ডিসি

সিঙ্গাইরের এই ঘটনাটি নিয়ে তোলপাড়ের মধ্যে জেলা প্রশাসক (ডিসি) আব্দুল লতিফ কথা বলেন ইউএনও রুনা লায়লার সঙ্গে।

নিউজবাংলার সঙ্গে আলাপকালে ডিসি এ ঘটনার জন্য এক ‘অতি উৎসাহী কনস্টেবলকে’ দায়ী করেছেন। বলেন, ‘অতি উৎসাহী হয়ে পুলিশের এক কনস্টেবল লাঠি দিয়ে কয়েকটা বাড়ি দেয়। কেউ যদি অতি উৎসাহী হয়ে কাউকে বাড়ি দেয়, সেটা তো উপজেলা নির্বাহী কর্মকর্তার দোষ না। কারণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তো তাকে মারতে বলে নাই।’

ডিসি শুক্রবারের ঘটনার যে ভাষ্য দিয়েছেন, তা এমন: ‘লকডাউনের মধ্যে সরকারের নির্দেশনা উপক্ষো গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের জাগীর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা। এ সময় প্রিতম জুয়েলার্স খোলা রাখার অপরাধে দোকানের মালিক তপন চন্দ্র দাশকে দুই হাজার টাকা জরিমানা করেন।

‘এ সময় দোকান খোলার কারণ জানতে চাওয়া হলে দোকানের মালিক ভুল স্বীকার করে মাফ চেয়ে জরিমানার টাকা পরিশোধ করেন এবং দ্রুত দোকান বন্ধ করে চলে যাওয়ার জন্য বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তাও তার অফিসে চলে আসেন।’

পুলিশ কর্মকর্তার বর্ণনায় ভিন্ন তথ্য

তবে ডিসি যে কথা বলেছেন, তার সঙ্গে সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার রেজাউল হকের বক্তব্য মেলে না। তিনি সেখানে উপস্থিত তা থাকলেও বাহিনীটির উপস্থিত এক কর্মকর্তার বরাত দিয়ে তিনি যা বলেছেন, তাতে পুরো ঘটনার দায় ইউএনওর ওপরই বর্তায়।

পিটুনির শিকার স্বর্ণকার তপন চন্দ্র দাশ

রেজাউল বলেন, ‘আমি সেখানে ছিলাম না। তবে আমার পুলিশ সদস্য রফিকের কথা রেকর্ড করেছি। সে বলেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশেই মেরেছে।’

রফিকের কোনো ভাষ্য নিউজবাংলা জানতে পারেনি তার ফোন বন্ধ থাকায়।

ইউএনও যা বলছেন

যার বিরুদ্ধে অভিযোগ, সেই ইউএনও রুনা লায়লা বলেন, ‘সরকারের নির্দেশ উপেক্ষা করে লকডাউনের মধ্যে দোকান খোলা রেখে দোকানের শাটার নামিয়ে মালিকসহ ৮-১০ জন লোক বসা ছিল। দোকান খোলা ও লোকগমাগম করার অপরাধে তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।’

মারধরের ঘটনায় নিজের দায় অস্বীকার করে ইউএনও বলেন, ‘আমি তো কাউকে মারতে বলিনি।’

কিন্তু মারল কেন- এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি তখন দূরে। কিন্তু ঘটনা ঘটে গেছে।’

কিন্তু তাৎক্ষণিক কোনো ব্যবস্থা কেন নেননি আর সেই পুলিশের বিরুদ্ধে কেন রিপোর্ট করেননি- এমন প্রশ্নে ইউএনও বলেন, ‘এটা তো ওই ধরনের কোনো ঘটনা নয়।’

তপন কোথায়

ঘটনার পরদিন নির্যাতিত তপন চন্দ্র দাশের খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। তিনি তার ফোন বন্ধ করে রেখেছেন।

তবে আগের দিন তিনি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘ক্রেতাদের পূর্বের কিছু মালের অর্ডার থাকায় সেগুলো ডেলিভারি দিতেই দোকান খুলেছিলাম। এ সময় ভ্রাম্যমাণ আদালত এসে হাজির হয়। আমি জরিমানার টাকাও পরিশোধ করি। পুলিশ দেখে ভয় পেয়ে ইউএনওকে আপা বলে ক্ষমা চাই। এরপর কিছু বুঝে ওঠার আগেই আমাকে লাঠি দিয়ে তিন-চারটি বাড়ি মারে এক পুলিশ।’

এ বিভাগের আরো খবর