চট্টগ্রামের চন্দনাইশে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।
উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় শনিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব।
নিহত আবদুল হামিদের বাড়ি পটিয়া উপজেলার আজিমপুর এলাকায়। আহত মোটরসাইকেল আরোহী একই এলাকার মো. তারেক।
ওসি আবদুর রব বলেন, ‘তারেক ও হামিদ নামের ওই দুজন মোটরসাইকেলে পটিয়ার দিকে আসছিলেন। এ সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় বিপরীতে দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
‘ঘটনাস্থলেই মারা যান চালক হামিদ। আহত তারেককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
ওসি জানান, ট্রাকটিকে জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক।
ময়নাতদন্ত না করার আবেদনের পরিপ্রেক্ষিতে আবদুল হামিদের মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।