গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাকচাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় শুক্রবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার ভুলতা গ্রামের সোহানুর রহমান। এ ঘটনায় নাজমুল হোসেন নামে আরেক পুলিশ সদস্য আহত হয়েছেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের সদস্য সোহানুর ও নাজমুল মোটরসাইকেল নিয়ে রাতে মহাসড়কে টহলরত ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে গুরুতর আহত হন তারা।
এ অবস্থায় তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসক সোহানুরকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত অবস্থায় নাজমুল গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় ওই ট্রাক ও চালককে আটকে অভিযান চলছে বলেও জানান ওসি।