আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে মাতামাতি থেকে সংঘর্ষ। বাংলাদেশে এই সহিংসতা শিরোনাম হয়ে এল আর্জেন্টিনার পত্রিকায়।
ফুটবল টুর্নামেন্ট এলেই দুই পরাশক্তির বাংলাদেশের সমর্থকরা পরস্পরকে নিয়ে হাসি ঠাট্টা, রসিকতা করে থাকেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে গেল সহিংসতা।
গ্রুপ পর্যায়ের খেলা শেষে, কোয়ার্টার আর সেমির লড়াইয়ে জিতে দুই দল যখন শিরোপার জন্য মাঠে নামার অপেক্ষায়, তখন ব্রাহ্মণবাড়িয়ায় মাঠে নামতে প্রস্তুত পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জানিয়েছেন, তাদের ২৫টির বেশি টিম এই খেলাকে কেন্দ্র করে মাঠপর্যায়ে কাজ করবে। ১১ জুলাই ভোরে ম্যাচ শুরু হওয়ার আগ থেকেই পুলিশের এই বিশেষ টিমগুলো বিভিন্ন পাড়া-মহল্লায় টহল দেবে।
ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে তর্কাতর্কি থেকে একবার সংঘর্ষ হয়ে গেছে।
গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল সমর্থকদের পাল্টাপাল্টি হামলায় চারজন আহত হন।
ওই দিন সন্ধ্যায় সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল গ্রামে হামলার এ ঘটনা ঘটে। আহতরা হলেন নওয়াব মিয়া, জাকির মিয়া, সেলিম ও সৈয়দাবুর রহমান।
স্থানীয় লোকজন জানান, কোপা আমেরিকা ফুটবল কাপের সেমিফাইনালে মঙ্গলবার সকালে পেরুকে ১-০ গোলে হারায় ব্রাজিল। এ নিয়ে সকাল সাড়ে ৮টার দিকে দামচাইল গ্রামের ব্রাজিল সমর্থক রেজাউলের সঙ্গে একই এলাকার আর্জেন্টিনার সমর্থক জীবন মিয়ার কথা-কাটাকাটি হয়।
এ ঘটনার জেরে বিকেলে রেজাউলের চাচা নওয়াব মিয়াকে একা পেয়ে আর্জেন্টিনার সমর্থক জীবন মিয়াসহ চার-পাঁচজন মারধর করে পালিয়ে যান। নওয়াবকে পরে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল সমর্থকদের পাল্টাপাল্টি হামলায় আহত হয় চারজনওই ঘটনার পর রাত সাড়ে ৯টার দিকে নওয়াবের ছেলে আরমানসহ ব্রাজিল সমর্থক আলী হোসেন ও ইসহাক মিয়া আর্জেন্টিনার সমর্থক জীবনের চাচাতো ভাই সেলিমসহ সৈয়দাবুর রহমান ও জাকির মিয়াকে বাজারে পেয়ে মারধর করেন।
ব্রাজিল-আর্জেন্টিনার ভক্তদের সবশেষ সংঘর্ষের খবর গুরুত্বের সঙ্গে ছেপেছে আর্জেন্টিনার পত্রিকা বুয়েনোস আইরেস টাইমস।
এএফপির বরাত দিয়ে পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, ‘ঢাকা থেকে ১২০ কিলোমিটার দূরে ব্রাহ্মণবাড়িয়ায় দুই যুবকের ফুটবল সমর্থন নিয়ে বিতণ্ডা গড়ায় সংঘর্ষে। ভক্তরা খালি হাত ও লাঠি নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।’
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের খবর গুরুত্ব দিয়ে ছেপেছে আর্জেন্টিনার পত্রিকা বুয়েনোস আইরেস টাইমসএই পরিস্থিতিতে রোববার ভোরের ফাইনালকে ঘিরে যেন আর কোনো সহিংসতা না হয়, সে জন্য সতর্ক করে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আইনশৃঙ্খলা বাহিনী।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা নিউজবাংলাকে বলেন, ‘আর্জেন্টিনা-ব্রাজিলের খেলাকে কেন্দ্র করে যেন কোনো সংঘাতের সৃষ্টি না হয়, সে জন্য ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশের টিমগুলো কাজ করবে। তা ছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা চাওয়া হয়েছে।’
পাশের জেলা কুমিল্লাতেও সতর্ক পুলিশ। সেখানে ঘোষণা এসেছে, বিশৃঙ্খলা হলে জড়িতদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা। নির্দেশনা দেয়া হয়েছে ঘরে বসে খেলা উপভোগের। বাইরে বড় পর্দায় খেলা দেখার ওপর এসেছে নিষেধাজ্ঞা।