রাজশাহীর গোদাগাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাহিন্দ্রার ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোপালপুর এলাকায় শুক্রবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা ইউনিয়নের নশিপুর গ্রামের মাধব হাওলাদার ও মাহিন্দ্রাচালক একই ইউনিয়নের পালশা গ্রামের সেলিম রেজা।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ভোরে মাধব হাওলাদার মাহিন্দ্রায় করে দই নিয়ে বিক্রির জন্য রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এ সময় গোপালপুর বাজারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মাহিন্দ্রা এসে ধাক্কা দিলে চালকসহ দুইজন আহত হন।
আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে মাহিন্দ্রাচালক সেলিমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে মাধবকে রাজশাহী মেডিক্যালে কলেজ হাসপাতালে নেয়ার পর তিনিও মারা যান।
মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে রাখা আছে বলে জানান ওসি।