বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘মাটির কলসের’ ওপর ৩০০ বছর ভবন

  •    
  • ৯ জুলাই, ২০২১ ০১:১৫

চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান ড. জাহাঙ্গীর আলম বলেন, ‘ভবনটি ভূমিকম্প ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করতে মাটির কলস পদ্ধতি ব্যবহার করা হতে পারে । তবে ৩০০ বছর ধরে হাজার টন ওজনের ভবনটি মাটির কলস কীভাবে ধারণ করেছে তা নিশ্চিত হতে পরীক্ষা ও গবেষণা প্রয়োজন।’

চট্টগ্রাম নগরীতে এক হাজার বর্গফুটের অন্তত ৩০০ বছরের পুরোনো ভবন পুনর্নির্মাণ করতে গিয়ে বেরিয়ে এসেছে বিস্ময়কর তথ্য।

পাথরঘাটা নজুমিয়া লেনে প্রায় দ্বিতলের সমান ভবনটির মেঝের মাটি খুঁড়ে পাওয়া গেছে শতাধিক মাটির কলস। আর এই কলসগুলোর ওপরেই ভবনটি দাঁড়িয়ে ছিল ৩০০ বছর।

ভবনের বর্তমান মালিক আবুল মনসুর জানান, ‘অন্তত ৩০০ বছর আগে আমার পূর্ব পুরুষ চট্টগ্রামের ব্যবসায়ী শরিয়ত উল্লাহ মিয়ানমারের তৎকালীন রেঙ্গুন থেকে জাহাজে এসব মাটির মটকা (কলস) এনে ইট, চুন ও সুরকি দিয়ে ভবনটি নির্মাণ করেছেন।’

বৃহস্পতিবার এ তথ্য শুনে ভবনটি পরিদর্শন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান ড. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, ‘ভবনটি ভূমিকম্প ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করতে মাটির কলস পদ্ধতি ব্যবহার করা হতে পারে । তবে ৩০০ বছর ধরে হাজার টন ওজনের ভবনটি মাটির কলস কীভাবে ধারণ করেছে তা নিশ্চিত হতে পরীক্ষা ও গবেষণা প্রয়োজন।’

চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র নামের একটি সংগঠন মাটির বিশেষ কলসগুলো প্রত্নসম্পদ হিসেবে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে।

সংগঠনটির চেয়ারম্যান আলীউর রহমান বলেন, ‘৩০০ বছরের পুরোনো মাটির কলসগুলো এখন প্রত্নসম্পদ হিসেবে বিবেচিত হবে। চট্টগ্রাম জেলা প্রশাসনের মাধ্যমে এগুলো আগ্রাবাদ জাতিতাত্ত্বিক জাদুঘরে সংরক্ষণের পদক্ষেপ নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর