মুন্সিগঞ্জের গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক নৌযান নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
উপজেলার জামালদি এলাকার মুখলেস মিয়া ডকইয়ার্ডে বৃহস্পতিবার বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওই শ্রমিকের নাম তুহিন। ২৮ বছরের এ যুবক উপজেলার হোসেন্দী বাজার এলাকার হাবিবুল্লাহ বাহারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, দুপুরে তুহিন জামালদি এলাকার মুখলেস মিয়া ডকইয়ার্ডে লোহা ঝালাইয়ের কাজ করছিলেন। এ সময় অসাবধানতায় বিদ্যুতায়িত হন তিনি।
সহকর্মীরা তাকে দ্রুত একটি ডায়াগনস্টিক ক্লিনিকে নিয়ে গেলে সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।