বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  •    
  • ৮ জুলাই, ২০২১ ২৩:২২

স্থানীয়রা দুই শিশুর মরদেহ ডোবায় ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পবিরারের লোকজন গিয়ে মরদেহ শনাক্ত করে।

কিশোরগঞ্জের ইটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

উপজেলার বাদলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শান্তিপুর গ্রামে বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ইটনা থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুল হাবীব নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ওই দুই শিশুরা হলো পাঁচ বছরের পাপিয়া আক্তার ও ফারজানা আক্তার।

পাপিয়া শান্তিপুর গ্রামের মো. ইলিয়াস মিয়ার মেয়ে। ফারজানা একই গ্রামের মো. মুন্নাছ মিয়ার মেয়ে।

পরিবারের বরাত দিয়ে এসআই শামসুল হাবীব জানান, গ্রামের শিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই একটি ডোবা। ডোবার পাশেই খেলছিল ওই দুই শিশু। খেলার একপর্যায়ে তারা পানিতে পড়ে যায়। তাদের না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে তাদের পরিবারের সদস্যরা।

পরে স্থানীয়রা মরদেহ দুটি ডোবায় ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পবিরারের লোকজন গিয়ে মরদেহ শনাক্ত করে বলে জানায় পুলিশের এই সদস্য।

এসআই জানান, কোনো অভিযোগ না থাকায় শিশু দুটির মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো খবর