বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘আমাকে বাল্যবিবাহ থেকে রক্ষা করুন’

  •    
  • ৮ জুলাই, ২০২১ ২১:৫৮

নদী মুঠোফোনে সাংবাদিকদের বলে,  ‘আমার দাদা, দাদি চায় না আমি পড়াশোনা করি। কিন্তু আমি পড়তে চাই। আপনারা আমাকে এই বিয়ে থেকে রক্ষা করেন। আমার বাবা এই বিয়েতে রাজি না, তারপরও তারা জোর করে বিয়ে দিতে চাচ্ছে।’

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) চিঠি দিয়েছে জান্নাতুল ইসলাম নদী নামে সপ্তম শ্রেণির এক ছাত্রী।

নদী পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের প্রবাসী সেলিম মিয়ার মেয়ে। সেলিম নিজেও ওই বিয়ে বন্ধ করতে আবেদন করেছেন।

বাবা-মেয়ের আবেদনের পর প্রশাসন বলছে, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সেলিম সৌদি আরব থাকায় নদীর দেখাশোনা করতেন তার দাদা বজলুর রহমান। তিনি নদীর বাবা-মায়ের অনুমতি ছাড়াই গ্রামে নাতনির বিয়ে ঠিক করেন।

নদী আরও লেখেন, সপ্তাহ দুই আগে সেলিম মিয়া দেশে ফেরেন। তিনি ওই বিয়ের বিরোধিতা করায় তাকে মারধর করেন দাদা, চাচা রাসেল মিয়া ও আকসর আলী। এমনকি বাবার সঙ্গে তাকে দেখা করতে দেয়া হয়নি।লিখিত অভিযোগে সেলিম মিয়া বলেন, তার চাচা, চাচাতো ভাই ও বোনজামাই নদীকে জোর করে বিয়ে দিতে চান। কিন্তু এতে তিনি বাধা দিলে তাকে মারধর করা হয়। তাকে মেয়ের সঙ্গে দেখাও করতে দেয়া হচ্ছে না।নদী মুঠোফোনে সাংবাদিকদের বলে, ‘আমার দাদা, দাদি চায় না আমি পড়াশোনা করি। কিন্তু আমি পড়তে চাই। আপনারা আমাকে এই বিয়ে থেকে রক্ষা করেন। আমার বাবা এই বিয়েতে রাজি না, তারপরও তারা জোর করে বিয়ে দিতে চাচ্ছে।’

ইউএনও এ কে এম ইয়াসির আরাফাত বলেন, ‘নদী ও তার বাবা সেলিম মিয়ার লিখিত অভিযোগ পেয়েছি। শুক্রবার ঘটনাস্থলে যাব। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর