বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শীতলক্ষ্যায় ডুবল মামা-ভাগনে

  •    
  • ৮ জুলাই, ২০২১ ২০:৪৯

রাজু আহমেদ জানান, মঙ্গলবার তিনি সপরিবারে উত্তর লক্ষ্মণখোলার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। বেলা ১১টার দিকে তার দুই ছেলে ও নাতি সোয়াদকে নিয়ে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। ছোট ছেলেকে গোসল করিয়ে ঘাটের সিঁড়িতে বসিয়ে রাখার পর তিনি দেখতে পান সোয়াদ ও সিয়াম পানিতে ডুবে গেছে।

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।

উপজেলার উত্তর লক্ষ্মণখোলা ২ নম্বর খেয়াঘাটে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই প্রাণহানির ঘটনা ঘটে।

মৃত মো. সোয়াদ ও সিয়াম হোসেন সম্পর্কে মামা-ভাগনে।

নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।

মৃত সোয়াদ ওই এলাকার দিনমজুর শাকিল মিয়ার ছেলে এবং উত্তর লক্ষ্মণখোলা সরকারি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

সিয়াম সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার রাজু আহমেদের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ত।

রাজু আহমেদ জানান, মঙ্গলবার তিনি সপরিবারে উত্তর লক্ষ্মণখোলার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। বেলা ১১টার দিকে তার দুই ছেলে ও নাতি সোয়াদকে নিয়ে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। ছোট ছেলেকে গোসল করিয়ে ঘাটের সিঁড়িতে বসিয়ে রাখার পর তিনি দেখতে পান সোয়াদ ও সিয়াম পানিতে ডুবে গেছে।

খোঁজাখুঁজির ১০ মিনিট পর পানি থেকে তাদের তোলা হয়। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নেয়া হলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

ওসি জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। পরিবারের লোকজন তাদের দাফন করার প্রস্তুতি নিয়েছেন।

এ বিভাগের আরো খবর