গাজীপুরের শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক অটোরিকশা গ্যারেজমালিকের মৃত্যু হয়েছে।
জেলার শ্রীপুর পৌর এলাকার বহেরারচালা গ্রামে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন।
নিহত আলাল উদ্দিনের বাড়ি শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামে।
আলালের প্রতিবেশী মো. মনিরুজ্জামান নিউজবাংলাকে বলেন, ‘আলাল কয়েকটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনে সেগুলো স্থানীয় চালকদের কাছে ভাড়া দিতেন। অটোরিকশাগুলো চার্জ দেয়ার জায়গায় একটি তার বিদ্যুতায়িত অবস্থায় ছিল। অসাবধানতাবশত সেই তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।’
শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।