নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কার্টন ফ্যাক্টরিতে আগুন লেগেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে হাশেম ফুডস কার্টন ফ্যাক্টরিতে এই আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. তানহার নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। আগুনের সূত্রপাতের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, বিকেল ৬টার দিকে হঠাৎ আগুন দেখতে পেয়ে অনেকে কারখানার সামনে ছুটে যান। কারখানার ভেতরে শ্রমিকরা কাজ করছিলেন। পঞ্চম তলায় শ্রমিক আটকা পড়েছে। তাদেরকে রশি দিয়ে নামিয়ে আনছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) সালাউদ্দিন নিউজবাংলাকে জানান, আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ঘটনাস্থলে পুলিশও রয়েছে।
রূপগঞ্জ থানার পরিদর্শক হুমায়ুন কবির নিউজবাংলাকে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ সদস্যরা ফায়ার সার্ভিককে সহযোগিতা করছে।