গাজীপুরে করোনা আক্রান্ত রোগীদের জন্য জরুরি ফ্রি অক্সিজেন সার্ভিস চালু করেছে যুবলীগ।
বৃহস্পতিবার সকালে নগরীর বাসন এলাকায় গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল এ সার্ভিসের উদ্বোধন করেন।
তিনি বলেন, অক্সিজেনের চরম সংকটে হাসপাতালে ও বাসাবাড়িতে করোনা রোগীরা কাতরাচ্ছেন। এমন পরিস্থিতিতে মহানগর যুবলীগের পক্ষ থেকে ফ্রি অক্সিজেন সার্ভিস চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘ফ্রি অক্সিজেন সার্ভিসের জন্য একটি হটলাইন নাম্বার সচল রেখেছি। ফোন করলেই স্বেচ্ছাসেবী কর্মীরা অক্সিজেন নিয়ে হাজির হবেন।’
আপাতত গাজীপুর মহানগরে এ সেবা দেয়া হবে বলে জানান কামরুল।
জরুরি ফ্রি অক্সিজেন সার্ভিস উদ্বোধনের সময় যুবলীগ নেতা আতিকুর রহমান খান রাহাত, আব্দুল হালিম, পাপেল সরকার, হালিম মন্ডল, মনির হোসেন সাগর, লিটন উদ্দিন সরকার, আক্তার সরকারসহ অনেকে উপস্থিত ছিলেন।