করোনা আক্রান্ত স্ত্রীকে হাসপাতালে রেখে উধাও স্বামী। জীবনসঙ্গিনী চিরকালের মতো চলে গেছেন, সেটি জানতেও পারলেন না সেই ব্যক্তি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে বুধবার রাত ১টার দিকে আসমা আকতার নামের এক নারীর মৃত্যু হয়।
আসমার বাড়ি চট্টগ্রাম নগরের আগ্রাবাদ থানার মৌলভীপাড়ায়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া নিউজবাংলাকে জানান, ৬ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে ৩৮ বছর বয়সী আসমা আকতারকে হাসপাতালে ভর্তি করেন তার স্বামী মোজাম্মেল হোসেন। করোনা পরীক্ষায় আসমার পজিটিভ ফল আসে।
শ্বাসকষ্টসহ তার নানা রকম জটিলতা ছিল।
হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, স্ত্রীকে ভর্তি করার পরই মোজাম্মেল হাসপাতাল থেকে চলে যান। হাসপাতালের রেজিস্ট্রারে থাকা নম্বরে যোগাযোগ করার চেষ্টা হলে এটি বন্ধ পাওয়া যায়। এরপর চিকিৎসাধীন অবস্থায় আসমার মৃত্যু হয়।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।