সাতক্ষীরার কলারোয়ায় পাওনাদারের লাথিতে দেনাদার নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।
নিহতের ছেলে রিপন হোসেন বৃহস্পতিবার দুপুরে ৯ জনকে আসামি করে এ হত্যা মামলা করেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নিহত রেজাউল শেখ উপজেলার ওফাপুর গ্রামের বাসিন্দা।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, ওফাপুর গ্রামের মাজেদ ঢালী একই গ্রামের রেজাউল শেখের কাছে ১২০০ টাকা পেতেন। বুধবার রাতে পাওনা টাকা চাইতে গিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রেজাউলের ওপর হামলা করেন মাজেদ ঢালী, তার ছেলে উজ্জ্বল হোসেনসহ কয়েকজন।
এ সময় মাজেদ ঢালীর ছেলে রেজাউলের বুকে লাথি মারলে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে অভিযোগে বলা হয়।
পরে পুলিশ রেজাউল শেখের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় কলারোয়া থানায় একটি হত্যা মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি।