রংপুরে অটোরিকশায় মাছবাহী ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।
নগরীর মডার্ন মোড় শাপলা কোল্ড স্টোরেজের সামনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কামাল মিয়া ওই অটোরিকশার চালক। তার বাড়ি মিঠাপুকুরের শুলাশুগঞ্জ এলাকায়।
পুলিশ জানায়, বগুড়া থেকে রংপুরে আসছিল একটি মাছবাহী ট্রাক। অটোরিকশাটি যাচ্ছিল মডার্ন মোড় থেকে মিঠাপুকুরের দিকে। শাপলা কোল্ড স্টোরেজের সামনে ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কামাল মিয়া নিহত হন।
এ ঘটনায় অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান জানান, মরদেহ রংপুর মেডিক্যালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।