মানিকগঞ্জে সরকারি হেল্প লাইন ৩৩৩-তে ফোন করে খাদ্যসহায়তা চাওয়াদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বুধবার বেলা ১২টার দিকে অসহায় ও দুঃস্থ ৭০ জনকে চাল, ডাল, তেল, চিনি, ছোলাসহ ১৫ কেজি ওজনের একটি প্যাকেট দেয়া হয়।
এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো: জুবায়ের উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, ‘কঠোর লকডাউনের মধ্যে অসহায়, দুঃস্থ ও কর্মহীনদের সরকারের ৩৩৩ নাম্বারে ফোন করে খাদ্যসহায়তা চাওয়ার পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে খাদ্যসহায়তা দেয়া হয়েছে। যাদের খাদ্যসহায়তা প্রয়োজন তারা ফোন করে খাদ্য নিতে পারবেন।’
সহায়তা পাওয়া আবুল কাশেম বলেন, ‘কঠোর লকডাউনের কারনে কাজ কাম বন্ধ হয়ে গেছে। অভাব অনটনের মধ্য দিয়ে দিন পার করছিলাম। পরে জানতে পাইলাম ৩৩৩ নম্বরে ফোন দিলে খাদ্য পাওয়া যাইবো। তাই তো কয়দিন আগে ফোন করে খাদ্য চাইছিলাম। যার কারনে আজকে খাদ্য পাইলাম। খুব খুশি হইছি খাদ্য পাইয়া।’