কক্সবাজারের টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ পাঁচ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও সেনাবাহিনী।
টেকনাফের চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/৬-এর রশিদ উল্লাহর ঘর থেকে তাদের আটক করা হয়।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার (এসপি) মো. তারিকুল ইসলাম।
আটক রোহিঙ্গারা হলেন মো. জুবায়ের, মো. নুর আলম, মো. ইয়াকুব, আমির হোসেন, মো. রিদুয়ান। তারা চাকমারকুল ২১ নম্বর ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা।
১৬ এপিবিএনের অধিনায়ক তারিকুল ইসলাম বলেন, ‘বিকেলে ওই রোহিঙ্গাদের অস্ত্রসহ অবস্থানের গোপন খবরের ভিত্তিতে চাকমারকুলের ২১ নম্বর ক্যাম্পে অভিযান পরিচালনা করা হয়।
‘উপস্থিতি টের পেয়ে রোহিঙ্গা রশিদ উল্লাহর ঘর থেকে পালানোর চেষ্টা করলে ওই পাঁচ রোহিঙ্গাকে আটক করা হয়।’
তিনি জানান, এ সময় ওই রোহিঙ্গা নাগরিকদের থেকে একটি এলজি বন্দুক, চারটি গুলি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার জন্য ওই পাঁচ রোহিঙ্গাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এপিবিএনের এই কর্মকর্তা।