মৌলভীবাজারের কমলগঞ্জের কুরমা চা বাগানে এক নারীকে দলবদ্ধ ধর্ষণ মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুরমা চা বাগান থেকে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে তাদের আটক করা হয়।
পরে তাদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর আগে থানায় ওই নারীর অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত হয়।
এজাহারে বলা হয়, দুই সপ্তাহ আগে হবিগঞ্জ থেকে কুরমা চা বাগানে বোনের বাড়িতে বেড়াতে আসেন ওই নারী। বুধবার বেলা ১১টার দিকে তাকে বাড়ি থেকে ডেকে নেয় দুই যুবক। স্থানীয় একটি স্কুলে তাকে ধর্ষণ করে সটকে পড়ে তারা।
সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে যাওয়ার পথে ওই নারী থানায় অভিযোগ করেন। এর পর পরই অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে পুলিশ।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান নিউজবাংলাকে বলেন, আসামিদের বৃহস্পতিবার আদালতে তোলা হবে।