চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোটরসাইকেল ও ভটভটির সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
ঘটনার পর ভটভটিচালককে আটক করেছে পুলিশ।
উপজেলার দিঘাবাজার এলাকায় বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলামের বাড়ি শিবগঞ্জ উপজেলার তেলকুপি এলাকায়। এই ঘটনায় মোটরসাইকেলের আরোহী তরিকুলের ছেলে ১২ বছরের তামিম গুরুতর আহত হয়।
গোমস্তাপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রেজাউল করিম জানান, শিবগঞ্জ উপজেলার তেলকুপি থেকে তরিকুল ইসলাম তার ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নঁওগার সাপাহারে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। সকাল ৮টার দিকে রহনপুরের দিঘাবাজার এলাকায় আড্ডার দিকে আম নিয়ে আসা ভটভটির সঙ্গে সংঘর্ষ হয়।
এতে তরিকুল ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিসকর্মীরা আহত তামিমকে গোমস্তাপুর উপজেলা কমপ্লেক্স নিয়ে যান।
তার মাথার দুই স্থানে ও পায়ে আঘাত লেগেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।