ময়মনসিংহে মোটরসাইকেলে ‘চিকিৎসক’ ও ‘জরুরি সেবা’ স্টিকার সাঁটিয়ে ঘুরছিলেন এক যুবক। মঙ্গলবার দুপুরে নগরীর টাউন হল মোড়ে সেনাবাহিনীর চেকপোস্টে থামানো হয় তাকে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তার নাম আহসান। তিনি কোনো চিকিৎসক নন। লকডাউনের কারণে চলাচলে নিষেধাজ্ঞা থাকায় ভুয়া স্টিকার সাঁটিয়ে বাইরে বের হন তিনি। তার মোটরসাইকেলের লাইসেন্সটিও ছিল মেয়াদোত্তীর্ণ।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরে তাকে জরিমানা করা হয়।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রোধে সারা দেশে কঠোর লকডাউনে মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালত। নির্দেশনা অমান্য করে অহেতুক সড়কে ঘোরাঘুরি ও স্বাস্থ্যবিধি না মানলে করা হচ্ছে জরিমানা। কারাদণ্ডও দেয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, ময়মনসিংহে প্রশাসন কঠোর থাকলেও অসচেতনতার কারণে অনেকে বিধিনিষেধ মানছেন না। আবার মোটরসাইকেলে ভুয়া পরিচয়ের স্টিকার ব্যবহার করে চলাচলও করছেন কেউ কেউ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ বলেন, ‘সরকারি বিধিনিষেধ অমান্য করায় তাকে ৫০০ টাকা জরিমানা করেছি। এ ছাড়া মোটরসাইকেলের মেয়াদোত্তীর্ণ লাইসেন্স থাকায় তাকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।’