গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং দরিদ্রদের ত্রাণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ৮৮ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনোয়ার হোসেন খান মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন।
এ সময় ক্যাম্পে পাঁচ জন চিকিৎসক ২৫০ রোগীকে চিকিৎসা সেবা ও ওষুধ দেন।
পরে উপজেলা পরিষদ চত্ত্বরে দুস্থদের ত্রাণ বিতরণ করা হয়।
৫৫ পদাতিক ডিভিশন ও ৮৮ পদাতিক ব্রিগেড যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে।
এ সময় ১৪ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল আলম, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম উপস্থিত ছিলেন।