নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাড়ে চার বছরের শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকেলে তাকে নারায়ণগঞ্জের জেষ্ঠ্য বিচারিক হাকিম কাউসার আলমের আদালতে পাঠানো হয়। বিচারক পরে তাকে শিশু সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে সকালে উপজেলার তারাবো পৌরসভা এলাকা থেকে ১৩ বছরের ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান নিউজবাংলাকে জানান, প্রতিবন্ধী শিশুটির মায়ের করা মামলায় ওই কিশোরকে গাজীপুরের টঙ্গী শিশু সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এজাহারে বলা হয়, প্রতিবেশী হিসেবে শিশুটির বাড়িতে ওই কিশোরের যাতায়াত ছিল। রোববার সকালে শিশুটিকে বাবা-মা ঘরে একা রেখে পোশাক কারখানায় কাজে যান। দুপুরে ওই কিশোর শিশুটিকে একা পেয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করে।
ওই সময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে গেলে পালিয়ে যায় ওই কিশোর। শিশুটির মা বাড়ি ফিরে ঘটনা জানতে পেরে পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, ঘটনার পর সোমবার সকালে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন শিশুটির মা। সকালেই অভিযুক্ত কিশোরকে আটকের পর আদালতে পাঠানো হয়।