কোনাবাড়ী থানার ওসি আবু সিদ্দিক জানান, আকাশ মিয়া তার বাড়ির উঠানে সবজির সঙ্গে গাঁজা চাষ করতেন। রোববার রাতে গাজীপুর র্যাব-১-এর সদস্যরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৪৫টি গাঁজা গাছসহ তাকে নিজ বাড়ি থেকে আটক করে।
গাজীপুরে বাড়ির উঠানে সবজির সঙ্গে চাষ করা গাঁজা গাছসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
কোনাবাড়ি থানার দেওয়লিয়াবাড়ির নিজ বাসভবন থেকে রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ওই ব্যক্তির নাম আকাশ মিয়া।
সোমবার গ্রেপ্তারের তথ্য জানান কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক।
ওসি জানান, আকাশ মিয়া তার বাড়ির উঠানে সবজির সঙ্গে গাঁজা চাষ করতেন। রোববার রাতে গাজীপুর র্যাব-১-এর সদস্যরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৪৫টি গাঁজা গাছসহ তাকে নিজ বাড়ি থেকে আটক করে।
কোনাবাড়ী থানায় হস্তান্তরের পর তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়। সেই মামলায় সোমবার দুপুরে তাকে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।