কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ব্যক্তিগত মোবাইল নাম্বার ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
ইউএনওর মোবাইল নম্বর ব্যবহার করে সোমবার বিকেলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করা হয়।
পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের সচিব ফয়সাল জানান, বিকেলে একটি নম্বর থেকে নিজেকে চকরিয়ার ইউএনও পরিচয় দিয়ে সরকারি বরাদ্দ এনে দেয়ার কথা বলে টাকা দাবি করে এক ব্যক্তি। সন্দেহ হওয়ায় বিষয়টি ইউএনওকে জানানো হয়।
ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ বিষয়টি জানার পর উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে মোবাইল নম্বর ক্লোন হওয়ার কথা উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
ইউএনও সৈয়দ শামসুল নিউজবাংলাকে বলেন, ‘আমার ব্যক্তিগত মোবাইল নাম্বার ক্লোন করার পর আমার নাম দিয়ে কিছু দুর্বৃত্ত ইউনিয়ন পরিষদের সচিব, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে টাকা দাবি করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম ব্যবহার করে কেউ টাকা দাবি করলে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করবেন।’
তিনি আরও বলেন, বিষয়টি এরই মধ্যে উর্ধ তন কর্মকর্তাদের জানানো হয়েছে। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্ততি চলছে।