বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অক্সিজেনসংকটে মৃত্যু: সাতক্ষীরায় এক কমিটির তদন্ত শেষ

  •    
  • ৪ জুলাই, ২০২১ ২২:৫৭

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে অক্সিজেনসংকটের কারণে আইসিইউ, সিসিইউ এবং সাধারণ করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আট রোগীর মৃত্যু হয়। সকালেই অক্সিজেনসংকটের কথা জানানো হলেও সময়মতো তা সরবরাহ করতে পারেনি কর্তৃপক্ষ।

অক্সিজেনসংকটে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত আট রোগীর মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য বিভাগের তদন্ত কমিটির কাজ শেষ হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে কমিটির সদস্যরা হাসপাতালটিতে যান। সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ অংশ পরিদর্শন শেষে ২২ কর্মকর্তা-কর্মচারীর সাক্ষ্য নেন তারা। তদন্ত প্রতিবেদন আগামীকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে।

অক্সিজেনসংকটে মৃত্যুর ঘটনায় মেডিক্যাল কলেজ হাসপাতালটির নিজস্ব তদন্ত কমিটি অবশ্য আরও সাত দিন সময় চেয়ে আবেদন করেছে।

তদন্ত দলের প্রধান ডা. কাজী আরিফ আহমেদ জানান, তদন্ত শেষে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। কিন্তু শুক্রবার বন্ধ থাকায় এবং মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলাসহ আনুষঙ্গিক কারণে এত অল্প সময়ে তদন্ত শেষ করা সম্ভব হয়নি।

গত বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা মেডিক্যালে সেন্ট্রাল সরবরাহ লাইনে অক্সিজেনসংকটের কারণে করোনা আক্রান্ত অন্তত আট রোগীর মৃত্যু হয়।

এ ঘটনায় সাতক্ষীরা মেডিক্যাল কর্তৃপক্ষ মেডিসিন বিভাগের প্রধান ডা. কাজী আরিফ আহম্মেদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করে। কমিটির অপর দুই সদস্য হলেন সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা মারুফ আহমেদ ও সাতক্ষীরা মেডিক্যালের ডা. গাইফুল্লাহ।

এ ছাড়া খুলনা স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি করেন।

বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শেখ মোশাররফ হোসেনকে প্রধান করে করা কমিটির সদস্যরা হলেন সহকারী পরিচালক ডা. রফিকুল গাজী ও শওকত হোসেন।

সহকারী পরিচালক মোশাররফ হোসেন জানান, হাসপাতালের তত্ত্বাবধায়ক, অধ্যক্ষ এবং ওই দিন দায়িত্বে থাকা ২২ কর্মকর্তা-কর্মচারীর লিখিত বক্তব্য নিয়েছেন। তদন্তকাজ শেষ হয়েছে। যত দ্রুত সম্ভব লিখিত প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবেন।

মেডিক্যালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা জানান, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার গঠিত কমিটিকে সার্বিক সহায়তা করা হয়। রোববার তারা তদন্তকাজ শেষ করেছেন। সোমবার তারা তদন্ত প্রতিবেদন ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবেন।

সাতক্ষীরা মেডিক্যালের নিজস্ব তদন্ত কমিটিকে আরও সাত দিন সময় দেয়া হয়েছে বলেও জানান তিনি।

সাতক্ষীরার সিভিল সার্জন হুসাইন শাফায়াত বলেন, ‘বিভাগীয় পরিচালকের তদন্ত কমিটিকে আমার পর্যবেক্ষণ জানিয়েছি। ১ জুলাই আমি সামেক হাসপাতালে এসে যা দেখেছি, নথিপত্রের যে রেকর্ড পেয়েছি, তা জানিয়েছি।

‘শুধু আমি না, তত্ত্বাবধায়ক, আইসিইউ ইনচার্জ, আইসিইউ কনসালট্যান্টসহ সংশ্লিষ্টদের বক্তব্য তারা নিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে কোনো পরামর্শ যদি থাকে, রিপোর্টে তা উঠে আসবে। কারও অবহেলায় যদি শাস্তির সুপারিশ করা হয়, সেটাও বিভাগীয়ভাবে করা হবে।’

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে অক্সিজেনসংকটের কারণে আইসিইউ, সিসিইউ এবং সাধারণ করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আট রোগীর মৃত্যু হয়।

সকালেই অক্সিজেনসংকট দেখা দিলে চিকিৎসকরা কর্তৃপক্ষকে জানান। এরপরও সময়মতো অক্সিজেন না পাওয়ায় প্রধান সরবরাহ লাইনে প্রেশার কমতে থাকে। একপর্যায়ে অক্সিজেনের অভাবে রোগীরা ছটফট করতে থাকেন।

ওই সময় বাইরে থেকে অক্সিজেন সিলিন্ডার এনে রোগীদের বাঁচানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হন। অক্সিজেনসংকটে রাত ৮টার মধ্যে আট রোগীর মৃত্যু হয়।

এ বিভাগের আরো খবর