সাভার মডেল থানার এসআই আলমগীর হোসেন জানান, শিশুটি পৌর এলাকার একটি কওমী মাদ্রাসায় পড়ে। শনিবার সকালে তাকে খাবারের লোভ দেখিয়ে মাদ্রাসায় ডেকে নিয়ে বলাৎকারের চেষ্টা করেন ওই শিক্ষক।
সাভারে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকার চেষ্টার অভিযোগে মাদ্রাসার ওই শিক্ষক ও অধ্যক্ষকে কারাগারে পাঠিয়েছে আদালত।
ঢাকার মুখ্য মহানগর বিচারিক আদালতের মাধ্যমে রোববার বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন নিউজবাংলাকে জানান, শিশুটি পৌর এলাকার একটি কওমী মাদ্রাসায় পড়ে। শনিবার সকালে তাকে খাবারের লোভ দেখিয়ে মাদ্রাসায় ডেকে নিয়ে বলাৎকারের চেষ্টা করেন ওই শিক্ষক।
পরিবারকে বিষয়টি জানালে তারা থানায় লিখিত অভিযোগ দেয়। শনিবার রাতেই মাদ্রাসার অধ্যক্ষসহ তাকে আটক করে পুলিশ।
রোববার তাদের দুজনের নামে মামলা হলে পুলিশ দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলে।