করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান শাটডাউনকে সফল করতে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।
রোববার দুপুরে ভোলা সদর উপজেলার পূর্ব ও পশ্চিম ইলিশা ইউনিয়নে ‘করোনা মহামারি সতর্কীকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) তৌফিক-ই-লাহী চৌধুরী। শাটডাউন সফল করতে সভায় অংশ নেন ৩০ প্রতিনিধি।
ভার্চুয়ালি সভায় যুক্ত হয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘মহামারি যে আকার ধারণ করেছে তাতে সবাই সতর্ক না হলে আরও ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই প্রত্যেক মানুষকে মাস্ক ব্যবহার করতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে। সময়মতো করোনাভাইরাসের টিকা নিতে হবে। সবাইকে এখন ঘরে থাকবে হবে।’
তিনি আরও বলেন, ‘করোনার এই সময়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গরিব-দুখী মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন। সবাই যাতে টিকা পায় সেই ব্যবস্থা করেছেন। একজন প্রধানমন্ত্রী হিসেবে যা যা করা দরকার, তিনি তা-ই করেছেন।’
সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী যাদের জমি-ঘর নেই, তাদের সবার ঘরের ব্যবস্থা করেছেন। করোনাকালীন সবাই প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করবেন। লকডাউন মেনে চলবেন।'
সভায় আরও বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার (এসপি) সরকার মো. কায়সার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।