ভোলার পূর্ব ইলিশায় নিজ ঘর থেকে বিলকিস বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় পূর্ব ইলিশা ইউনিয়নের কাচারি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের জসিম হাওলাদারের স্ত্রী।
স্থানীয়রা জানান, বিকেলের দিকে ঘরের ভেতর ভাঙা আসবাবপত্র এবং আড়ার সঙ্গে ওড়নার ফাঁসে বিলকিসের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দিলে সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়।
ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রের এসআই ফরিদ শেখ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের দাবি, বিলকিস মানসিক রোগে ভুগছিলেন। চলতি বছর তিনি সুস্থ হন। পুরনো সমস্যা আবার শুরু হওয়ায় তিনি আসবারপত্র ভাঙচুরের পর আত্মহত্যা করেছেন।
পরিবার মানসিক সমস্যার কথা জানালেও বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।