ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটে বৃষ্টি আর পাহাড়ি ঢলে প্লাবিত ৫০টি গ্রামে ত্রাণ সরবরাহ শুরু হয়েছে। অনেক এলাকায় নামতে শুরু করেছে পানি।
কিন্তু এতে এলাকবাসীর দুর্ভোগ কমেনি।
স্থানীরা জানান, পানিতে কৃষকের সবজি ক্ষেত তলিয়ে গেছে। ভেসে গেছে পুকুরের মাছ। বাড়ির চারিদিকে পানি থাকায় খামারিরা গবাদিপশু নিয়ে পড়েছে সবচেয়ে বিপাকে। বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে কয়েকটি পানিবন্দি গ্রামে।
এসব মানুষের সাহায্যে এগিয়ে এসেছে জেলা প্রশাসন। শনিবার দুপুরে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক।
এদিন আশ্রয় কেন্দ্রে থাকা দুই উপজেলার ২৪১ পরিবারকে চাল, ডাল, আলু, তেল, সাবান বিতরণ করা হয়।
এ সময় হালুয়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, ধোবাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাফিকুজ্জামানসহ প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলায় বুধবার থেকে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়।
এদিন উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধোবাউড়া উপজেলার গামারিতলা ইউনিয়নের জাঙ্গালিয়াপাড়া এলাকায় নেতাই নদীর বাঁধ ভেঙে যায়।
এতে কলসিন্দুর, রায়পুর, কামালপুর, ছান্দের নগরসহ বিভিন্ন এলাকার ঘরবাড়ি প্লাবিত হয়েছে। একই অবস্থা ঘোষগাঁও ইউনিয়নের নয়াপাড়া, দিঘলবাগ, কালিকাবাড়ি গ্রামেও। পোড়াকান্দুলিয়া ইউনিয়নের বেতগাছিয়া, বহরভিটা, উদয়পুর, পাতামসহ নিম্নাঞ্চলগুলোতে ঢলের পানি ঢুকে প্লাবিত হয়েছে। ভালুকাপাড়া ও রায়পুর এলাকায় বেড়িবাঁধ ভেঙে বহু মানুষ পানিবন্দি হয়ে পড়ে।
ভারতীয় পাহাড় থেকে নেমে আসা নেতাই নদীর হাত থেকে গ্রাম রক্ষায় ২০০১ সালের দিকে ১৯ কিলোমিটার দীর্ঘ একটি সুরক্ষা বাঁধ নির্মাণ করা হয়। তবে রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে বাঁধটি। ফলে বৃষ্টি আর পাহাড়ি ঢলে দক্ষিণ মাইজপাড়া, গামারিতলা, ঘোষগাঁও ইউনিয়নের তিনটি পয়েন্টে ভেঙে যায় বাঁধ।
এছাড়া বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী বোরাঘাট নদের গাজিরভিটা ইউনিয়নে বেড়িবাঁধ ভেঙে গেছে। পানির তোড়ে ধুরাইল ইউনিয়নের বনপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান সড়ক ভেঙে পানি প্রবেশ করে বিভিন্ন গ্রামে। এতে আমন ধানের বীজতলা, সবজি ক্ষেত ও অসংখ্য পুকুর পানিতে তলিয়ে গেছে।