কলমাকান্দা থানার ওসি আবদুল আহাদ খান জানান, শনিবার দুপুর ১টার দিকে শিশু রবিউল ইসলাম বাড়ির পাশে খেলছিল। একসময় তাকে আশপাশে কোথাও না দেখে খোঁজাখুঁজি শুরু পরিবারের লোকজন। পরে দুপুর আড়াইটার দিকে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নেত্রকোণার কলমাকান্দায় বাড়ির পাশের ডোবা থেকে দেড় বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা।
উপজেলার সদর ইউনিয়নের কালিহালা গ্রাম থেকে শনিবার দুপুর আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ খান নিউজবাংলাকে জানান, শনিবার দুপুর ১টার দিকে শিশু রবিউল ইসলাম বাড়ির পাশে খেলছিল। একসময় তাকে আশপাশে কোথাও না দেখে খোঁজাখুঁজি শুরু পরিবারের লোকজন।
পরে দুপুর আড়াইটার দিকে ডোবা থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।