বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অটোরিকশায় ট্রাকচাপা: নিহত বেড়ে ৩

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩ জুলাই, ২০২১ ২০:৪৯

শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুরের কোনাবাড়ীর মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশায় ট্রাকচাপার ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান দুজন।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাকচাপার ঘটনায় আহত এক ব্যক্তি চিকিৎসা চলাকালে মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে শনিবার সকালে মারা যান রবিউল ইসলাম নামের ওই পোশাকশ্রমিক। নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক।

রবিউলের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কল্লনি গ্রামে। তিনি কোনাবাড়ীতে তুসুকা নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

শুক্রবার রাত ৯টার দিকে কোনাবাড়ীর মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশায় ট্রাকচাপার ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান দুজন।

নিহত ব্যক্তিরা হলেন নবাব আলী ও জয়নাল হোসেন। ৪০ বছর বয়সী নবাব আলী বগুড়ার শেরপুর উপজেলার আশগ্রামের বাসিন্দা। তিনি মৌচাক এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন। আর ৩৫ বছর বয়সী জয়নাল হোসেন মৌচাক হাইড্রো-অক্সাইড কারখানার লিংকিং অপারেটর হিসেবে কাজ করতেন।

ওসি মীর গোলাম ফারুক জানান, গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে যাত্রী নিয়ে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারের দিকে যাচ্ছিলেন অটোরিকশাচালক নবাব আলী। পথে মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় দুটি অটোরিকশা পাশাপাশি দাঁড় করিয়ে যাত্রী নামাচ্ছিল। তখন একটি কাভার্ড ভ্যান এবং ট্রাক পাল্লা দিয়ে একই দিকে যাওয়ার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশা দুটিকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক নবাব আলী এবং কারখানাশ্রমিক জয়নাল মারা যান।

আহত চার যাত্রীকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন স্থানীয়রা।

রবিউলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরও জানান, ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়। এ সময় ট্রাকের হেলপারকে আটক করা গেলেও পালিয়ে যায় কাভার্ড ভ্যানটি।

এ বিভাগের আরো খবর